কষ্টের গল্প

 

বাস্তব জীবনের কষ্টের গল্প

বাস্তব জীবনের কষ্টের গল্প

অল্পতেই মাথা গরম করে ফেলি

পড়ে নিজেই কষ্ট পাই,

একটুতেই বিশ্বাস করে ফেলি

পরে নিজেই ঠকে যাই,

অল্পতেই অন্যকে আপন ভাবি

পরে বুঝতে পারি কেউ কারাে নয়।

বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাস

 কচু পাতা দেখেছেন নিশ্চয়?

উপরটা সবুজ কিন্তু

ভিতরটা চুলকানিতে ভরা

তেমনি কিছু মানুষ আছে

উপরে মানুষের মতো

দেখতে হলেও ভিতরটা

আবর্জনাতে

 ভরা।

চরম বাস্তব কিছু তেতো কথা

তেলযুক্ত খাবার

আর তেলযুক্ত কথা, দুটোই সুস্বাদু ও মিষ্টি,

প্রথম টা নষ্ট করে শরীর,আর দ্বিতীয়টা নষ্ট করে

সমাজ।

life বাস্তব কথা নিয়ে স্ট্যাটাস

পৃথিবীতে প্রত্যেকটা মানুষের😞😞

 হৃদয়ে ব্যথা আছে 🥺🥺

 শুধু প্রকাশ করার ধরন টা আলাদা🥹🥹

জীবনের কিছু বাস্তব উক্তি

""জিন্দা থাকলে মানুষ নিন্দা করবেই

'''''তুমি একবার লাশ হয়ে দেখো,,,,,

লাশের প্রশংসা তো শত্রুরাও করে!

Comments

Popular posts from this blog

জীবনের বাস্তব গল্প

বাস্তব জীবন ও কিছু না বলা কথা

জীবনের কিছু বাস্তব ও কঠিন উক্তি